তেজপাতার এত তেজ!

তেজপাতা ছাড়া বাঙালির রান্নাঘর কল্পনাও করা যায় না। সকালের চা থেকে শুরু করে বড় আয়োজনের ভারি খাবার- তেজপাতার ব্যবহার সর্বত্র। মসলা হিসেবে তেজপাতার ব্যবহার বরাবরই হয়ে এলেও এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কয়জন-ই-বা জানেন!

শরীরের ছোটখাটো সমস্যা সহজেই সারিয়ে দিতে পারে এই ভেষজ মসলা। এছাড়া তেজপাতা বিভিন্ন রোগ সারাতেও সমান কার্যকর। জেনে নেয়া যাক, তেজপাতার আরও কিছু স্বাস্থ্য উপকারিতার কথা-

১. তেজপাতা জীবাণুনাশক হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে তেজপাতা ম্যাজিকের মত কাজ করে।

২. তেজপাতার মধ্যে রয়েছে লিনালুল নামক উপাদান যা মানসিক চাপ কমাতে সাহায্যে করে। এটি উৎকণ্ঠা কাটাতে, শান্ত থাকতে ও হতাশা দূর করতে কার্যকরী।

৩. ঠাণ্ডা লাগলে বা জোরে কথা বললে গলা ভেঙে যেতে পারে। তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই পানি পান করলে গলাব্যথা কমে যাবে। এছাড়া হজমশক্তি বাড়াতে তেজপাতা অতুলনীয়।

৪. গায়ে দুর্গন্ধ হলে কিংবা গা প্রচুর ঘামলে বা ত্বক শুষ্ক হয়ে গেলে তেজপাতা বেটে সেই প্রলেপ শরীরে লাগালে এ সমস্যাগুলো কমবে।

৫. মাথাব্যথা উপশমে কার্যকর তেজপাতা। এতে রয়েছে ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান, যা প্রদাহ দূর করতে সাহায্যে করে। ব্যথা থেকে মুক্তি পেতে তেজপাতার এসেনশিয়াল অয়েল ভীষণ উপকারী।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন :

ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply