ডার্ক সার্কেল দূর করার উপায়

চোখের নিচে কালি এমন এক সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য অর্ধেক কমিয়ে দিতে পারে। বিভিন্ন কারণে দেখা দিতে পারে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালি। আমাদের জীবনযাপনের ধরনও এক্ষেত্রে দায়ী হতে পারে। চোখের নিচে কালি পড়া নিয়ে যদি দুশ্চিন্তা করতে থাকেন তবে তা সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।

আপনি যদি ঘরোয়া উপায়ে যত্ন নেন তবে সহজেই চোখের নিচের কালি দূর করা সম্ভব হতে পারে। কিছুদিন সময় লাগলেও এটি উপশম হবে। ডার্ক সার্কেল হতে পারে শারীরিক নানা অসুস্থতার লক্ষণ। তাই ডার্ক সার্কেল দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে পারলে সবচেয়ে ভালো।

যেসব ডার্ক সার্কেল দেখা দিতে পারে

* অনিদ্রা কিংবা ঘুমের অভাব হলে

* অ্যালার্জির কারণে

* চোখের চারপাশে ফ্যাটি টিস্যুর পরিমাণ কমে গেলে

* চোখের চারপাশে ত্বক পাতলা হলে

* আয়রনের ঘাটতি থেকে অ্যানিমিয়া হলে

* থাইরয়েডজনিত কারণে

* রোদের কারণ

* বয়সের কারণে

* ধূমপান করলে।

চোখের নিচের কালি বা ডার্ক সার্কেল দূর করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন সামান্য সময় বের করে ঘরোয়া কয়েকটি উপাদানেই এই সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়গুলো কী-

নারিকেল তেল ব্যবহার করুন

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে নারিকেল তেল লাগিয়ে নিন। এতে আপনার চোখের চারপাশের ত্বক ময়েশ্চারাইজ হবে। পরদিন সকালে উঠে চোখ ভালোভাবে ধুয়ে নেবেন। এভাবে প্রতি রাতে নারিকেল তেল ব্যবহার করলে কয়েকদিন পরই দেখবেন আপনার চোখের নিচের কালি মিলিয়ে যেতে শুরু করেছে।

গোলাপজলের ব্যবহার

রূপচর্চার কাজে গোলাপজলের ব্যবহারের কথা সবারই জানা। এটি কিন্তু ডার্ক সার্কেল দূর করতেও সমান কার্যকরী। প্রথমে সামান্য গোলাপজল নিয়ে তাতে দুটি কটন প্যাড ভিজিয়ে নিন। এরপর সেই কটন প্যাড দুটি দুই চোখের উপর রেখে দিন। অন্তত পনের মিনিট এভাবে রাখুন। এভাবে টানা পনের দিন রেখে দিন। তাতে ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে।

টি ব্যাগের ব্যবহার

বাড়িতে চা তৈরিতে টি ব্যাগ ব্যবহার করেন? তাহলে চা তৈরির পর ব্যাগটি ফেলে দেবেন না। বরং সেটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে টি ব্যাগটি বের করে চোখের উপরে রাখুন। দশ মিনিট পর চোখ পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ডার্ক সার্কেল কমবে। সেইসঙ্গে কমবে চোখের ফোলাভাবও।

কাঁচা দুধের ব্যবহার

কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর সেই দুধে কটন প্যাড ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এভাবে অন্তত মিনিট দশেক রেখে দেবেন। এভাবে প্রতিদিন করে অন্তত এক সপ্তাহ ব্যবহার করুন। এতে উপকার মিলবে।

শসার ব্যবহার

চোখের নিচের কালি দূর করার জন্য ব্যবহার করতে পারেন শসার টুকরা। সেজন্য প্রথমে শসা ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। এবার সেই টুকরাগুলো ফ্রিজে রাখুন কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে চোখের উপর দিয়ে রাখুন অন্তত পনের মিনিট। এটি চোখের নিচের কালি দূর করার জন্য খুব পরিচিত একটি ঘরোয়া পদ্ধতি। এভাবে পনের দিন ব্যবহার করলে উপকার পাবেন।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01742-057854

(সকাল দশটা থেকে বিকেল ৫টা)

ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply