ঘন ভ্রু পেতে যা করবেন

ঘন ভ্রু আপনার মুখের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তাই সৌন্দর্যের জগতে ঘন ও মোটা ভ্রুর সমাদর বেশি। আপনার ভ্রু যদি খুব একটা ঘন না হয় তবে মন খারাপ করবেন না।

একটু যত্ন নিলেই আপনার ভ্রুও হতে পারে ঘন আর মোটা। তখন আপনাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে পরিচর্যা করলেই পাবেন ঘন ভ্রু। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

এক্সফোলিয়েট করুন

অনেকেই ভ্রুর দিকে খুব একটা খেয়াল রাখেন না। কিন্তু এমনটা করা যাবে না। মুখের অন্যান্য অংশের মতো ভ্রুরও যত্ন নিতে হবে। করতে হবে এক্সফোলিয়েট। অনেকে ভ্রুতে মেকআপ ব্যবহার করেন।

একারণে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই ভ্রু নিয়মিত পরিষ্কার করা জরুরি। সেইসঙ্গে ভ্রুর বৃদ্ধির জন্য প্রয়োজন এক্সফোলিয়েট করা। সেজন্য এক চা চামচ অলিভ অয়েল নিন। এবার তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস এক চা চামচ চিনির গুঁড়া। এবার মিশ্রণটি ভ্রুতে স্ক্রাব করে নিন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এভাবে যত্ন নিলে দ্রুতই পাবেন ঘন ভ্রু।

মাসাজ করুন

শরীরের যে স্থানে মাসাজ করবেন, সেই স্থানের রক্ত সঞ্চালন বাড়বে। আর যে স্থানে রক্ত সঞ্চালন বেশি থাকে, সেখানে হেয়ার গ্রোথ বেশি হয়। তাই ঘন ভ্রু পেতে প্রয়োজন নিয়মিত মাসাজের। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলের সাহায্যে চাপ দিয়ে ভ্রু মাসাজ করুন। এতে ভ্রুর স্থানে রক্ত সঞ্চালন বাড়বে। বাড়বে হেয়ার গ্রোথও।

ক্যাস্টর অয়েল ব্যবহার

চুলের বৃদ্ধি বাড়াতে কিংবা চুল পড়া রোধ করতে ক্যাস্টর অয়েলের জুড়ি নেই বললেই চলে। আপনিও নিশ্চয়ই জানেন সেকথা? বিশেষজ্ঞরা চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এটি মেনে চলতে পারেন ভ্রুর ক্ষেত্রেও। সেজন্য কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে আঙুলের সাহায্যে ভ্রুর গোড়ায় মাসাজ করে নিন। এতে ভ্রু ভালো থাকবে। ঘন ও সুন্দর ভ্রু পাবেন।

ভ্রু আঁচড়ান

প্রতিদিন চুল আঁচড়ানোর পাশাপাশি ভ্রুও আচড়ানো প্রয়োজন। কারণ ঠিকভাবে আঁচড়ালে তা ভ্রুর বৃদ্ধিতে সাহায্য করে। ভ্রু আঁচড়নোর জন্য স্টিল আইব্রো চিরুনি ব্যবহার করবেন। এর সাহায্যে নিয়মিত ভ্রু আঁচড়ান। এতে পাবেন সুন্দর ও ঘন ভ্রু।

প্রিয় পাঠক,আমরা প্রতিটা রোগ সম্পর্কে আপনাকে তথ্য দেই, সচেতন করি। আমরা এই লেখায় আপনাকে চিকিৎসা প্রদান করি না। কারণ চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ আপনার রোগের অবস্থা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন আপনার চিকিৎসক। তাই এই লেখার মাধ্যমে আপনি আপনার রোগ সম্পর্কে বিস্তারিত জেনে, সচেতন হয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করবেন।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01742-057854

(সকাল দশটা থেকে বিকেল ৫টা)

ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

শেয়ার করুন:

Leave a Reply