কৃমির ১০টি সেরা ঔষধের নাম

কৃমির ঔষধ: বাংলাদেশসহ সারা পৃথিবীতেই শিশু-কিশোর সকলের মধ্যেই কৃমির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। কৃমির প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কৃমির ঔষধ খেতে হবে। কিন্তু আমরা অনেকেই জানিনা কৃমির ঔষধের নাম কি আজকে আমরা জানবো বাজারের সেরা দশটি কৃমির ঔষধের নাম ও দাম সম্পর্কে।

পেটে কৃমির প্রাদুর্ভাব যে সকল সমস্যা দেখা দেয় সেগুলো সম্পর্কে একটু জেনে নেয়া যাক। সাধারণত কিরমির উপদ্রব বেশি হলে যে সকল সমস্যা দেখা দেয়

*রোগীর পেট ব্যথা হওয়া

*ক্ষুধামন্দা দেখাবে

*পেট ফাঁপা থাকে

*শরীর অজীর্ণ হয়

*এছাড়াও ও বমি বমি ভাব হতে পারে কিডনি কখনো ক্ষুদ্র যন্ত্রকে বন্ধ করে দিয়ে প্রচন্ড পেট ব্যথার সৃষ্টি করে ?

চিকিৎসা নেয়ার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার কি বিয়ে হয়েছে কিনা। যেকোনো কিডনির ক্ষেত্রে সাধারণত যে অংশটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মেবেনডাজল। চলুন আমরা জেনে নেই কয়েকটি কৃমির ঔষধ পিক সহ কোন কোম্পানির ঔষধ এবং ঔষধ টির দাম কত সম্পর্কে বিস্তারিত।

 

কৃমি দমন করার জন্য আমরা প্রথমে যে মেডিসিনটি আপনাদেরকে সাজেস্ট করব সেটি হচ্ছে এ্যালমেক্স এটি একটি স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কতৃক উৎপাদিত ঔষধ। প্রতিটি ঔষধের মূল্য হচ্ছে পাঁচ টাকা। ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই আপনি কৃমি দ্বারা আক্রান্ত কিনা সেটা নিশ্চিত হয়ে নিন এবং ডাক্তারের কিংবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন সেবন করুন ?

জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কতৃক উৎপাদিত এই ঔষধটি আমরা রাখছি দ্বিতীয় তালিকায়। প্রতিটি ঔষধের খুচরা বিক্রয় মূল্য মাত্র ৩ টাকা করে ঔষধ সেবনের পূর্বে অবশ্যই আপনার কিডনি রয়েছে কিনা সেটি নিয়েছে ধরে নিবেন ডাক্তার কিংবা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত।

Ben-A Tablet

একমি লিমিটেড উৎপাদিত এই ঔষধটির বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস। ঔষধটি সাসপেনশন সিরাপ ও ট্যাবলেট দুটি ভাবেই বাজারে কিনতে পাওয়া যায়। সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের কিংবা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া খুবই জরুরী বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঔষধ সেবনের খেলায় কোন প্রকার হেলাফেলা করা যাবে না।

Durazol Tablet
মিল্লাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড কতৃক উৎপাদিত কৃমিনাশক ঔষধ এর প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র ৪ টাকা করে। মিল্লাত ফার্মাসিউটিক্যালস এর কৃমিনাশক ঔষধ ট্যাবলেট এবং সাসপেনশন দুটি ভাবেই পাওয়া যায়।

Estazol Tablet
ঔষধ শিল্পের অন্যতম একটি নাম ইবনে সিনা ইবনে সিনা কোম্পানি কর্তৃক উৎপাদিত কৃমিনাশক ঔষধ ইউনিট প্রতি মূল্য 4 টাকা করে। উপরে বর্ণিত ঔষধগুলোর মত এই ঔষধটি ও সিরাপ এবং ট্যাবলেট বাজারে কিনতে পাওয়া যায়। কৃমিনাশক ঔষধ সেবনের পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনি কৃমি দ্বারা আক্রান্ত কিনা আপনার কৃমিনাশক ঔষধ খাওয়া উচিত কিনা এসকল।

আমরা উপরে আর্টিকেলটিতে যে সকল কৃর্মির মেিসিন সম্পর্কে আপনাদেরকে জানালাম আপনাকে এসব ঔষধ খেতে হবে বিষয়টি এমন নয়। আপনি চাইলে যে কোন কোম্পানির কৃমির ঔষধ খেতে পারেন তবে অবশ্যই একটি বিষয়ে লক্ষ্য রাখবেন আপনি যে সঠিক আছে সেটি যেন ভালো কোম্পানির অরিজিনাল ঔষধ হয়।

আমরা আমাদের আর্টিকেল গুলোতে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে সাধারণ জ্ঞান দেয়ার জন্য আর্টিকেল ক্রিয়েট করে থাকে সুতরাং আমাদের আর্টিকেল এর উপর নির্ভর করে আপনার যেকোন সিদ্ধান্ত নেয়া একেবারেই অনুচিত হবে আর ঔষধের বেলায় এই সিদ্ধান্তটা আপনার বোকামি হবে।

সুতরাং যে কোন সমস্যার সঠিক সমাধান এর জন্য সঠিক পরামর্শ সঠিক তথ্য বিশ্লেষণ করে তারপরেই সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবহিত করতে পারেন।

নিম্নে আরও কিছু কৃমির ঔষধের নাম উল্লেখ করা হলো :

  • Bendex 100/500 mg, (Gaco)
  • Helben Oral Suspension100 mg/5 ml (Ad-din)
  • Solas 100 mg/5 ml (Opsonin)
  • Vermizol Chewable Tablet- 100 mg (Jenith)
  • Seemox Chewable Tablet (sima)
  • Panamox Oral Suspension 100 mg/5 ml (Jayson)
  • Mebrex Oral Suspension 100 mg/5 ml (medimet)
  • Helmox Chewable Tablet 100 mg (Rofco)
  • মাত্রা ও সেবনবিধি : প্রাপ্ত বয়স্ক এবং ২ বছরের বেশি বয়সের শিশু-সূতাকৃমি: ১০০ মিলিগ্রাম অথবা ১ চা চামচ একক ডোজ হিসাবে নির্দেশিত। ফিতাক্রিমি, কেঁচোকৃমি এবং হুককৃমি: ১০০ মিলিগ্রাম বা ১ চা চামচ ৩ দিনের জন্য প্রতিদিন দুইবার করে নির্দেশিত। যদি পুনরায় সংক্রমণ ঘটে তবে দ্বিতীয় ডোজটি ২ সপ্তাহের পরে প্রয়োজন হতে পারে।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

Gov. Reg. No. 3546/A

হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : (চিকিৎসক)  01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

শেয়ার করুন: