পুরুষের গোপন রোগ, প্রতিকার কি?

নেট আসক্তি ও জীবন যাপনে অনিয়মের কারণে পুরুষের গোপন রোগ বেড়েছে। হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তা যাদের গ্রাস করেছে তাদের এই সমস্যা প্রকট।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনে সিনা হেলথ কেয়ারের চিকিৎসক মিজানুর রহমান।

 

পুরুষের অক্ষমতা বা দুর্বলতা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। এতে উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ। ফলে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত। এর মধ্যে অন্যতম পুরুষত্বহীনতা।

প্রকৃত অর্থে এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকেই বোঝায়। মূলত পুরুষত্বহীনতা তিন ধরনের।

১. ইরেকশন ফেইলিউর অর্থাৎ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।

২. পেনিট্রেশন ফেইলিউর অর্থাৎ লিঙ্গে যোনিদ্বার ছেদনে ব্যর্থতা,

৩. প্রি-ম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ সহবাসে দ্রুত বীর্য স্খলন বা স্থায়িত্বের অভাব।

এ সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে-বয়সের পার্থক্য, সঙ্গীকে অপছন্দ (দেহ-সৌষ্ঠর, ত্বক ও মুখশ্রী), দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ, ডায়াবেটিস, যৌনবাহিত রোগ, রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা, যৌন রোগ বা এইডস ভীতি, নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন ও সেক্স-এডুকেশনের অভাব।

অনেকে হাতুড়ে ডাক্তারের খপ্পরে পড়ে বা স্বেচ্ছায় বিভিন্ন হরমোন ইনজেকশন নেয় বা ভুয়া ওষুধ সেবন করে। এটি মোটেই কাম্য নয়। পুরুষত্বহীনতার অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্চনীয়।

নিয়মিত কয়েকমাস নাইট কিং সেবনে এবং  সঠিক চিকিৎসা নিলে এ থেকে পরিত্রাণ মেলে।

যৌন সমস্যার ঔষধ নাইট কিং। Semen (বীর্য) বাড়ায়।লিঙ্গ (পেনিস) আকার বড় হয়। এছাড়াও সহবাসে অক্ষমতা, দুর্বলতা, দীর্ঘক্ষণ সহবাস করতে না পারা, দীর্ঘক্ষণ সহবাসে ব্যর্থতা,লিংগ বাঁকা-ত্যাড়া, মেহ-প্রমেহ, ইত্যাদি প্রতিরোধে ও প্রতিকারের জন্য কাজ করে। এ দুটো ঔষধ সেবনে আপনার যৌন দুর্বলতা দূর হবে। দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। বন্ধাত্ব থাকলে তাও দূর হবে। পেনিসের শক্তি বৃদ্ধি পাবে।

অর্ডার দিতে হলে কুরিয়ার সার্ভিস খরচ ১২০ টাকা অগ্রিম বিকাশ করে কনফার্ম করে আপনার নাম, মুঠোফোন নাম্বার ও স্থানের নাম লিখে জানাবেন। বিকাশ নং-০১৭৪২০৫৭৮৫৪ পারসোনাল। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবো। ঔষধের টাকা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করে ঔষধ নিয়ে যাবেন। ধন্যবাদ। হাকীম মিজানুর রহমান, ইবনে সীনা হেলথ কেয়ার, হাজীগঞ্জ, চাঁদপুর।

অর্ডার কনফার্ম করে আপনার নাম, মোবাইল নং ও জেলার নাম লিখে জানাবেন।

প্রয়োজন হলে আমার এ নাম্বারে ফোন করে কথা বলুন। : ০১৭৬২২৪০৬৫০ (ইমো-হোয়াটস অ্যাপ)

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

শেয়ার করুন: