ভাষানুযায়ী নামঃ বাংলা- বিড়ঙ্গ, আরবী- বরঞ্জ কাবরী, ফারসী-বারাঙ্গ কাবলী, উর্দু- বাত্তবিরঙ্গ, বাবড়িং, হিন্দি- বিদাঙ্গ, বাওবিড়ঙ্গ, সংস্কৃতি- বিড়ঙ্গ, ক্রিমিগ্ন। English- Embelia ribes seed. Botanical-Embelia Ribes Burm. Family- Myrsinaceae.
বর্ণঃ বিড়ঙ্গ লাল ও হালকা লাল বর্ণের।
গন্ধঃ বিড়ঙ্গ সুগন্ধযুক্ত।
স্বাদঃ বিড়ঙ্গ হালকা কষ্টি স্বাদযুক্ত।
বিশেষ ক্রিয়াঃ বিড়ঙ্গ বলগম ও সওদা ধাতুর জোলাপ হিসেবে কাজ করে এবং ক্রিমি নাশে বিশেষ কার্যকরী।
উপকারিতাঃ বিড়ঙ্গ – বিকৃত সওদা, বলগম ও অন্যান্য ধাতুকে সন্ধিস্থান থেকে সজোরে জোলাপ আকারে নির্গত করে থাকে এবং বায়ু দূর করে। বিড়ঙ্গ ব্যবহাওে ক্ষতশুষ্ক হয় এবং কৃমি নাশ হয়, এমনকি সমূলে বিনষ্ট হয়। কিন্তু প্রস্রাব লাল বর্ণ ধারন করে। বিড়ঙ্গ কফ প্রধান ধাতুতে বিশেষ উপকারী।
দাঁতে পোকা ধরা ও দন্ত ব্যথায় ব্যবহার করা হয়। প্রসবান্তে প্রসূতির পক্ষে বিড়ঙ্গ বিশেষ উপকারী।
সন্ধিব্যথা নাশক ও ক্ষুধা বর্ধক। বিড়ঙ্গ পেট ফাঁপা নিবারক বলে অনুমিত হয়।
বিড়ঙ্গের বমন কারক গুন নেই এবং অজীর্ন ও চর্মরোগে হিতকর।
দক্ষিন ভারত ও বোম্বের লোকেরা ফিতাকৃমি নষ্ট করার জন্য বিড়ঙ্গ মূল্যবান ঔষধ হিসেবে চা চামচের ১ থেকে ১.৫ চামচ দিনে দুইবার ব্যবহার করে।
বিড়ঙ্গ খাওয়ার পূর্বে জোলাপ খেতে হয়। একমাত্র বেড়ির তেল সেবনের পর ১২ গ্রাম পরিমান বিড়ঙ্গ গুড়া ঘোলের সঙ্গে খেলে পরদিন সকালে ফিতা কৃমি বের হয়ে যায়।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা