পথের ধারে কিংবা বড় এপার্টমেন্টের আঙিনা জুড়ে তার বসবাস। চকচকে সবুজ পাতার আড়ালে উঁকি দেওয়া ছোট্ট হলুদ ফুল। গড়ন অনেকটা সূর্যমুখীর মতো। বলছিলাম গুল্ম জাতীয় উদ্ভিদ ভৃঙ্গরাজের কথা। চেনা ফুলের অচেনা নাম।
আমরা কেবল হলুদের রঙের দেখলে এই ফুলে আরও তিন প্রজাতি রয়েছে। সেগুলো হলো নীল, সাদা আর একটু লালচে ডাঁটার। কখনো কি ভেবেছেন অযত্নে বেড়ে ওঠা এই উদ্ভিদটি আপনার কত উপকারে লাগতে পারে?
হালকা কষস্বাদযুক্ত ও কটু তিক্ত ভেষজ ভৃঙ্গরাজ। পিত্ত ও শ্লেষ্মাজনিত সমস্যা, কফ দূর করতে দারুণ উপকারী এটি। এছাড়াও যেসব কাজে ব্যবহার করতে পারেন এটি-
● সূর্যের তাপে মাথায় যন্ত্রণা হচ্ছে কিংবা কপালের মাঝামাঝি অংশে ব্যথা হচ্ছে? ভৃঙ্গরাজ পাতার রস কপালে মেখে নিন, উপকার পাবেন।
● চুল ওঠা সমস্যায় ভুগছেন? এ পাতার রস তেলের মতো চুলে লাগান। নিয়মিত ব্যবহারে চুল ওঠা বন্ধ হবে দ্রুত।
● অনেক নারীই শ্বেত প্রদরের সমস্যা ভোগেন। ফলে তাদের চুল উঠে যায়। ভৃঙ্গরাজের পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন দুইবার মাথা ধুলে সপ্তাহখানেকের মধ্যেই ভালো ফল পাবেন।
● চোখ ওঠা সমস্যায় চোখে পুঁজ জমে। ২০/২৫ ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুয়ে নিন। চোখ ভালো থাকবে।
● পাইরিয়া বা মাড়ি দিয়ে রক্ত ঝরা সমস্যা থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ পাতা গুঁড়ো করে মাজন দিয়ে ২/৪ মিনিট দাঁত মাজুন। এতে রক্ত ঝরা বন্ধ হয়, মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো ঘা থাকলে তা সেরে যাবে।
● গুঁড়া কৃমির উপদ্রব বাড়লে এ পাতার এক চামচ রস, এক কাপ পানিতে মিশিয়ে খান, উপকার মিলবে।
● ভৃঙ্গরাজ পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।
পথের পাশে জন্মানো এই উদ্ভিদটির যে এত উপকারিতা তা কী আপনার জানা ছিল আগে? আজ থেকে নিজের প্রয়োজনে তবে ব্যবহার করুন ভৃঙ্গরাজ।
ভৃঙ্গরাজ, কালোকেশী, কেশরাজ, ভাংরা, ভীমরাজ :
ইউনানী মতে, ভৃঙ্গরাজ পাতার রস পান করলে চোখের জ্যোতি ও রতিশক্তি বৃদ্ধি পায় এবং শরীরের রস শোষণ করে। ভৃঙ্গরাজ পাতার রস দ্বারা কুলি করলে দাঁতের ব্যথা ও মুখের রোগ দূর করে এবং চোখে দিলে চোখ উঠা নিবারণ করে। পাতা বাটা প্রলেপ সর্বপ্রকার দাদ ও চর্মরোগে উপকারী। কাল ভাংরা রস পান করলে এবং মাথায় ব্যবহার করলে চুল কালো হয়। পাতার রস ১৫ গ্রাম সমান লবণসহ সেবনে তৎক্ষণাৎ শূল বেদনা ও পেট বেদনা দূর হয় এবং পরিপাকশক্তি বৃদ্ধি হয়। ভৃঙ্গরাজ প্লীহা রোগ ও কাশিতে উপকারী।
ভৃঙ্গরাজ পাতা পাকা চুল রঙ করতে এবং চুল বৃদ্ধি করার জন্য ব্যবহার হয়। ভৃঙ্গরাজ বীজ, ফুল ও পাতার ক্বাথ বক্ষ রোগের আক্রমণ নিবারণ করে। ভৃঙ্গরাজ সর্দি, শির শূল, ইন্দ্রলুপ্ত ও চর্মরোগ নিবারক।
ভৃঙ্গরাজ রস লিভার ও কিডনির রোগ প্রতিরোধে খুব উপকারী। লিভার সিরোসিস, লিভারের প্রদাহ এবং জন্ডিস দূর করতে সহায়তা করে। এটি মূলত লিভারের টনিক উপাদান হিসাবে কাজ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ভৃঙ্গরাজ পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা