এ রোগের লক্ষণ অনেক রকমের হতে পারে। রোগের ধরণ এবং এর তীব্রতার উপর ভিত্তি করে এর লক্ষণ ও উপসর্গগুলোও ভিন্ন হতে পারে। তবে এ রোগ হলে সাধারণত কিছু লক্ষণ দেখে অনুমান করা যায়। যেমন-
১. অবসাদ বা অস্বস্তি অনুভব
২. পেট বাইরের দিকে প্রসারিত হওয়া
৩. মুখমন্ডল ফ্যাকাশে হওয়া
৪. গাঢ় রঙের প্রসাব
৫. প্লীহা বড় হয়ে যাওয়া
৬. অস্বাভাবিক অস্থি
৭. ধীরগতিতে শারীরিক বৃদ্ধি
৮. ত্বক হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস
৯. সংক্রমণ
১০. শ্বাসকষ্ট
১১.মুখের হাড়ের বিকৃতি
১২.শারীরিক দূর্বলতা
১৩. হৃদপিন্ডে সমস্যা
১৪.অতিরিক্ত আয়রন জমা।
থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার :
এ রোগের চিকিৎসা বা প্রতিকার একটি চলমান প্রক্রিয়া । রক্তে লোহিত কণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিনেই থাকে থ্যালাসেমিয়া রোগীর মূল সমস্যা । এজন্য একে হিমোগ্লোবিন ডিসঅর্ডারও বলা হয়। জেনেটিক ত্রুটির কারণে এদের হিমোগ্লোবিন অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ হয়ে তৈরি হয়। ফলে রক্তে লোহিত কণিকার উৎপাদন ভালো হয় না। আর হলেও তা প্লীহাতে অকালে ভেঙে নষ্ট হয়ে যায়- যার ফলাফল রক্তস্বল্পতা ।
যেহেতু হিমোগ্লোবিনের প্রধান উপাদান আয়রন, সে কারণে ভেঙে যাওয়া লোহিত কণিকা থেকে নির্গত আয়রন শরীরের নানা অঙ্গে দীর্ঘদিন ধরে জমা হতে থাকে। মাত্রাতিরিক্ত আয়রনের বিষক্রিয়া এসব অঙ্গের স্থায়ী ক্ষতিসাধন করে থাকে- যেমন হার্ট ফেইলিওর, লিভার সিরোসিস, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, মস্তিষ্কের পিটুইটারী গ্রন্থিতে সমস্যার কারণে দেরীতে বয়ঃপ্রাপ্তি এবং অপর্যাপ্ত দৈহিক বৃদ্ধি। সেজন্য থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার করা হয় এ দুটি মূল সমস্যা- রক্তস্বল্পতা ও শরীরে জমা মাত্রাতিরিক্ত আয়রন লক্ষ্য করে।
নিয়মিত রক্ত পরিসঞ্চালন ও শরীর থেকে আয়রন কমানোর ঔষধ খাওয়ানোই থ্যালাসেমিয়া রোগের মূল চিকিৎসা। এছাড়া শরীরে অতিরিক্ত আয়রনের ফলে সৃষ্ট হৃদরোগ, ডায়াবেটিস, অপর্যাপ্ত শারীরিক বৃদ্ধির চিকিৎসা করা প্রয়োজন। থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি নিচে সংক্ষেপে আলোচনা করা হলো তবে যথাযথ চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। .
বিটা থ্যালাসেমিয়া বাহক, হিমোগ্লোবিন-ই বাহক এবং হিমোগ্লোবিন-ই ডিজিজ – এদের চিকিৎসা প্রয়োজন আছে কি ?
আগেই বলা হয়েছে এটি কোন রোগ নয় এবং এর কোন চিকিৎসার প্রয়োজন নেই। অনেক সময় ডাক্তাররা এদের সামান্য রক্তশূন্যতাকে আয়রনের অভাবজনিত মনে করে আয়রনের অভাব পূরনের চিকিৎসা দিয়ে থাকেন যা সঠিক নয়। তবে যদি কারো বিট থ্যালাসেমিয়া/হিমোগ্লোবিন-ই বাহকের পাশাপাশি শরীরে আয়রনের পরিমান কম থাকে তবেই কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রনের অভাব পূরনের চিকিৎসা নিতে হবে
রক্তপরিসঞ্চালন :
থ্যালাসেমিয়া মেজর রোগীদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি পূরনের জন্য নিয়মিত রক্ত প্রদান করতে হবে যাতে হিমোগ্লোবিনের মাত্রা ৯ গ্রাম/ডিসিলিটারের (শতকরা ৫৬/ ৫৬%) উপরে থাকে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের উপাদান পৃথক করে শুধুমাত্র লৌহিত কণিকা বা রেড সেল দিতে হবে। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়ার ক্ষেত্রে বেশীর ভাগ রোগীরই নিয়মিত রক্তের প্রয়োজন হয় না । অনেক রোগীদের কখনই রক্ত দিতে হয় না্। রক্ত পরিসঞ্চালন শুরু করার আগেই থ্যালাসেমিয়ার ধরন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।
কখন রক্ত দেয়া শুরু করতে হবে ?
এটা নির্ভর করে কতগুলো নির্দেশক যেমন- হিমোগ্লোবিন মাত্রা, শারীরিক বৃদ্ধি, মুখমন্ডলের হাড়ের পরিবর্তন, তুলনামূলক বয়স, প্লীহার আকার এবং জীবনযাত্রার মানের উপর যা রোগীর চিকিৎসক এবং অভিভাবকদের বিবেচনা করতে হবে। সাধারনত বিটা থ্যালাসেমিয়া মেজর রোগীদের ৬ মাস থেকে ২ বছরের মধ্যে রক্ত দেওয়া শুরু করতে হয়। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং ই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রক্তশূন্যতার তীব্রতা এবং উপরোক্ত নির্দেশক বিবেচনা করে রক্ত প্রদান শুরু করতে হবে।
কত দিন পর পর রক্ত দিতে হবে ?
বিটা থ্যালাসেমিয়া মেজর রোগীদের ক্ষেত্রে সাধারনত ২ থেকে ৪ সপ্তাহ পর পর রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং ই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি থ্যালাসেমিয়া মেজরের মতো মারাত্মক রক্তশূন্যতা হয় হবে ২ থেকে ৪ সপ্তাহ পর পর অন্যথায় আরো বেশী ব্যবধানে রক্ত দিতে হবে।
কোথা হতে রক্ত সংগ্রহ করবেন ?
যেসব ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয় এবং রক্তের পূর্ণাঙ্গ স্ক্রীনিংও ক্রস ম্যাচিং করা হয় সেখান থেকে রক্ত সংগ্রহ করতে হবে। তবে মনে রাখতে হবে রক্তদাতা আত্মীয় বা পরিচিত হলেও রক্তের পূর্ণাঙ্গ স্ক্রীনিং ও ক্রস ম্যাচিং আবশ্যক। থ্যালাসেমিয়া রোগীদের নিকটাত্মীয় তথা বাবা, মা, ভাই, বোনের রক্ত দেওয়া উচিত নয়।
কোথায় রক্ত দিতে হবে ?
থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পরিসঞ্চালনের জন্য ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে রক্তদানের জন্য বিশেষ ব্যবস্থা আছে। সরকারি হাসপাতালের হেমাটলজী এবং মেডিসিন বিভাগেও রক্ত দেয়া যায়। এছাড়া নিকটবর্তী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রক্ত দেওয়া যেতে পারে, তবে থ্যালাসেমিয়া রোগীদের সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন স্থানে রক্ত পরিসঞ্চালন করাই ভালো। কোন অবস্থাতেই স্থানীয় ডাক্তার বা প্যারামেডিকের সাহায্যে বাসায় রক্ত পরিসঞ্চালন করা উচিত নয়।
ফিল্টার কেন ব্যবহার করতে হয় ?
রক্তের সাদা কণিকা (হোয়াইট সেল) অপসারন করার (লিউকোরিডাকসান) জন্য ফিল্টার ব্যবহার করা হয়। ফিল্টার ব্যবহার করলে রক্ত পরিসঞ্চালন জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও ইনফেকশনের সম্ভাবনা হ্রাস পায়।
লৌহ নিষ্কাশন :
থ্যালাসেমিয়া রোগীদের দেহে নিয়মিত রক্ত পরিসঞ্চালনের ফলে জমা হওয়া অতিরিক্ত আয়রন বের করার জন্য নিয়মিত লৌহ নিষ্কাশক ( Iron Chelator) ওষুধ যেমন- ডেসফেরল, কেলফার গ্রহন করতে হয়। এছাড়া ডেসিরক্স (Deferasirox) নামে নতুন একটি মুখে খাওয়ার ওষুধ এখন ব্যবহৃত হচ্ছে।
কম্বিনেশন থেরাপি কি?
আয়রন জনিত হৃদরোগ থ্যালাসেমিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ। আন্তর্জাতিক গবেষনাপত্রে দেখা গেছে দীর্ঘমেয়াদী চিকিৎসায় কেলফার ডেসফেরলের চেয়ে বেশী হৃদরোগ সুরক্ষা দেয়। এজন্য ডেসফেরল ও কেলফারের যৌথ চিকিৎসা সুপারিশ করা হয় । গবেষনায় দেখা গেছে যৌথ চিকিৎসায় প্রতিটি ঔষধের কার্যকারিতা একক চিকিৎসা অপেক্ষা বৃদ্ধি পায় এবং কার্যকরভাবে দ্রুত লৌহ নিষ্কাশন করা সম্ভব হয় ।
প্লীহা (Spleen) অপসারন :
অনেক থ্যালাসেমিয়া রোগীরই প্লীহা অপসারন করার প্রয়োজন হয় । রোগ ধরা পড়ার পর থেকে নিয়মিতভাবে প্রয়োজনীয় পরিমানে রক্ত দেয়া হলে এটি প্রতিরোধ করা যায় । নিম্মোক্ত লক্ষণগুলো দেখা দিলে প্লীহা অপসারন করা প্রয়োজন-
রক্তের চাহিদা স্বাভাবিকের চেয়ে ১.৫ গুন বেড়ে যাওয়া, প্লীহায় ব্যাথা, প্লীহার আকার অনেক বেড়ে যাওয়া এবং এর কারণে ক্ষুধামন্দা, প্লীহার কারণে রক্তের সাদা কণিকা এবং প্লেটলেট কমে যাওয়া ।
প্লীহা অপসারনের অপারেশনের আগে অবশ্যই নিউমোনিয়া এবং মেনিনজাইটিস এর টিকা দিতে হবে। এছাড়া অপারেশনের পর সারা জীবন প্রতিদিন পেনিসিলিন ট্যাবলেট খেতে হবে ।
হৃদরোগ :
হৃদপিন্ডে অতিরিক্ত আয়রন জমা হওয়ার কারণে সাধারনত থ্যালাসেমিয়া রোগীদের হৃদরোগ হয়ে থাকে। তবে নিয়মিত লৌহ নিষ্কাশক ঔষধ খেয়ে এটি প্রতিরোধ করা সম্ভব । হৃদ রোগের লক্ষণসমূহ হচ্ছে- বুক ধড়ফড় করা, অল্প সময়ের জন্য জ্ঞান হারানো, শ্বাসকষ্ট, উপর পেটে এবং বুকে ব্যাথা, শারীরিক পরিশ্রমে অসহনশীলতা, শরীরে পানি আসা । এধরনের কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হরমোন রোগ :
রক্তস্বল্পতা ও অতিরিক্ত আয়রনের কারণে থ্যালাসেমিয়া রোগীদের হরমোনজনিত রোগ যেমন- কম ও ধীর দৈহিক বৃদ্ধি, দেরীতে বয়ঃপ্রাপ্তি হওয়া, ডায়াবেটিস, হাঁড় ক্ষয় রোগ হতে পারে । এজন্য বাৎসরিক চেকআপ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
সংক্রামক রোগের চিকিৎসা :
অনিরাপদ রক্তের মাধ্যমে রোগীদের দেহে হেপাটাইটিস বি, সি এমনকি এইচ. আই. ভি (H.I.V) সংক্রমিত হতে পারে । এজন্য সবসময় সঠিকভাবে স্ক্রিনিংকৃত রক্তের ব্যবহার নিশ্চত করতে হবে । এছাড়া যেসকল রোগ টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়, তার টিকা প্রদান করতে হবে, যেমন- হেপাটাইটিস বি ।
মানসিক সহায়তা :
থ্যালাসেমিয়া রোগীদের অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মত স্বাভাবিক পরিবেশে বড় হতে দেওয়া উচিত । অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে এদের জীবনযাপন অহেতুক কঠিন করা উচিত নয় । এছাড়া বয়সন্ধিসহ বিভিন্ন পর্যায়ে এদের যথাযথ মানসিক সমর্থন ও সহায়তা করা উচিত।
থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার কতদিন চালাতে হবে?
থ্যালাসেমিয়া একটি আজীবনের রোগ। সুতরাং সারাজীবন এর চিকিৎসা চালাতে হবে । তবে রোগের তীব্রতা, লক্ষণ ও বয়স অনুসারে বিভিন্ন সময়ে চিকিৎসার পরিবর্তন হতে পারে ।
থ্যালাসেমিয়া রোগীর জীবনযাপন এবং ভবিষ্যৎ ও বর্তমান :
ক্ত পরিসঞ্চালন পদ্ধাতির উন্নতি ও লৌহ নিষ্কাশক (Iron Chelator) ঔষধ আবিষ্কারের ফলে গত ২৫ বছরে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় অনেক উন্নতি হয়েছে । নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে রোগীরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং বর্তমানে উন্নত বিশ্বে অনেকে ৫০-৬০ বছর পর্যন্ত বেঁচে আছেন । বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে সংসার সন্তান নিয়ে বসবাস করছেন । বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে ৩০-৪৫ বছর বয়স্ক থ্যালাসেমিয়া মেজর এবং ৭০ বছর বয়স্ক থ্যালাসেমিয়া ইন্টামেডিয়া রোগীর উদাহরন রয়েছে ।
থ্যালাসেমিয়া থেকে আরোগ্য কি সম্ভব ?
হ্যাঁ, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ নিরাময় সম্ভব। এই প্রক্রিয়ার জন্য একজন অনুরুপ (Match) অস্থিমজ্জাদাতা প্রয়োজন যা দুষ্প্রাপ্য । এছাড়া প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল এবং শতভাগ সফল নয়। আর একটি প্রক্রিয়া হলো কর্ড ব্লাড ট্রান্সপ্লান্টেশন (নবজাতকের প্লাসেন্টা বা গর্ভফুল ও আম্বিলিকাল কর্ড থেকে স্টেমসেল সংগ্রহ করে তা প্রতিস্থাপন করা)। অতি সম্প্রতি এই প্রক্রিয়াটি বিশ্বের কয়েকটি দেশে সফলভাবে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার এর ব্যবহৃত হয়েছে। এছাড়াও জিন থেরাপি সম্পর্কে গবেষণা চলছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা বা প্রতিকার করার ক্ষেত্রে এটি যুগান্তকারী অবদান রাখবে ।
প্রিয় পাঠক,আমরা প্রতিটা রোগ সম্পর্কে আপনাকে তথ্য দেই, সচেতন করি। আমরা এই লেখায় আপনাকে চিকিৎসা প্রদান করি না। কারণ চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ আপনার রোগের অবস্থা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন আপনার চিকিৎসক। তাই এই লেখার মাধ্যমে আপনি আপনার রোগ সম্পর্কে বিস্তারিত জেনে, সচেতন হয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করবেন।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়