চোখের আঞ্জনি দ্রুত সারানোর ৩ উপায়

অনেকেই চোখে আঞ্জনির সমস্যায় ভোগেন। এক্ষেত্রে চোখ ফুলে যায়, পানি পড়ে এমনকি চুলকানি ও প্রচণ্ড ব্যথাও হয়। আঞ্জনি হলে বেশ কষ্ট সহ্য করতে হয়। চোখ লুকাতে পরতে হয় কালো সানগ্লাস।

আঞ্জনি আসলে বিরল কোনো সমস্যা নয়। এর ফলে চোখের পাতায় ছোট ছোট ফোঁড়া বা গোটা বের হয়। আঞ্জনি তেমন বড় কোনও সমস্যা না হলেও, প্রায়ই এমনটি ঘটতে থাকলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

তাই আঞ্জনি হলে ঘরোয়া উপায়ে তা সারানোর ব্যবস্থা করা জরুরি। তবে কীভাবে আঞ্জনির সমস্যা দূর করবেন? কিছু ঘরোয়া উপায়েই কমিয়ে ফেলা যায় এই সমস্যা।

বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর তার ফলে অঞ্জনি হয়। এটি চোখের ভেতরে ও বাইরে হতে পারে।

আঞ্জনি হওয়ার কারণ কী কী?

>> চোখে ময়লা জমা।
>> অপরিষ্কার পানি চোখে দেওয়া।
>> চোখের পাতার কোনো গ্রন্থির সংক্রমণ বা
>> চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমা ইত্যাদি।

আঞ্জনি সারানো ঘরোয়া উপায়


>> নরম কাপড়ে ভাপ দিয়ে সেটি চোখের উপর ধরুন। অর্থাৎ গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। ফলে দ্রুত ব্যথাও কমবে।

>> চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালেও ভালো ফল পাবেন। এটিও সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমবে।

>> আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা ব্যবহার করা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।

প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমবে। সূত্র: হেলথলাইন

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01742-057854

(সকাল দশটা থেকে বিকেল ৫টা)

ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

শেয়ার করুন: