হাকীম মিজানুর রহমান :
হাঁপানি একটি দীর্ঘমেয়াদী রোগ যার মূল লক্ষণ হল শ্বাস কষ্ট ও সাঁসাঁ শব্দে নিঃশ্বাস ফেলা। হাঁপানি আক্রমণের সময় শ্বাসনালীর আস্তরণ ফুলে যায়, যার ফলে শ্বাসনালী এতটাই সংকীর্ণ হয়ে যায় যে প্রশ্বাস ও নিঃশ্বাসে শ্বাসবায়ুর গতি অনেকটাই কমে যায়।
জীকুন-নাফাস বা হাঁপানি রোগের কারণ :
(ক) পুরাতন সর্দি-কাশি।
(খ) ব্রংকাইটিস হওয়ার কারণে।
(গ) টনসিলাইটিস হওয়ার কারণে।
(ঘ) ধূলাবালি, ধোঁয়া ইত্যাদির কারণে।
(ঙ) খাদ্যের কারণে।
(চ) হিস্টিরিয়ার কারণে।
(ছ) দুঃশ্চিন্তা, ভয়-ভীতির কারণে।
(জ) যকৃত ও পাকস্থলীর রোগ- যেমন : পেটে গ্যাস হওয়ার কারণে।
(ঝ) ফুসফুসের রোগ- যেমন : হুপিংকাশি।
(ঞ) দেহে কোনো ম্যালিগনেন্ট টিউমার হলে।
(ট) বংশগত কারণে।
(ঠ) হরমোনের কারণে।
(ড) দীর্ঘদিন যাবত এলার্জিজনিত অবস্থা থাকার কারণে।
(চ) শ্বাসনালীতে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের কারণে।
(ণ) শ্বাস-প্রশ্বাসের মাংসগুলো সংকুচিত হলে।
(ত) কৃমির সংক্রমণের কারণে।
লক্ষণ ও উপসর্গ :
(ক) শ্বাসকষ্ট।
(খ) কাশি।
(গ) ফুসফুসে বাঁশির মত শব্দ হয়।
(ঘ) নাড়ির গতি বেড়ে যাবে।
(ঙ) অত্যন্ত দ্রæত শ্বাসপ্রশ্বাস।
(চ) শ্বাসপ্রশ্বাসের সাথে জড়িত মাংসপেশীই স্পষ্ট হবে।
(ছ) Inter Costal Space গভীর ও প্রশ^স্ত দেখাবে।
(জ) স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলে Crepitition পাওয়া যাবে।
উসূলে এলাজ বা চিকিৎসা বিধি বা পদ্ধতি :
(ক) সঠিক কারণ নির্ণয় করতে হবে ও কারণভিত্তিক চিকিৎসা দিতে হবে।
(খ) বলগম নিঃসরণের জন্য বলগমের মুনজেজ মুসহেল দিতে হবে।
(গ) ফুসফুসের শক্তিবর্ধক ঔষধ দিতে হবে।
চিকিৎসা/এলাজ :
(ক) খামীরা আবরেশম ৬ গ্রাম এবং কুস্তায়ে মারজান ৬০ মিলিগ্রাম একত্রে দিনে ২ বার করে সেব্য।
(খ) যষ্ঠিমধু ৫ গ্রাম, তিসি ৫ গ্রাম এবং কুস্তে শিরিন ৩ গ্রাম জোশান্দা করে দিনে ২ বার করে সেব্য।
শ^াসনালীতে Infection-এর কারণে হলে :
(ক) এত্রিফল শাহতারা ৬ গ্রাম করে দিনে ২ বার সেব্য। (খ) মাজুনে চোবচিনি ৬ গ্রাম করে দিনে ২ বার সেব্য। (গ) মাজুনে ওশবা ৬ থেকে ৭ গ্রাম দিনে ২ বার সেব্য।
শ^াসনালী শুস্ক হওয়ার কারণে হলে :
(ক) হাব্বে জাওয়াহের ২৫০ মিলিগ্রাম করে দিনে ২টি করে সেব্য। (খ) শরবতে ওন্নাব ১০ থেকে ২০ মিলি দিনে ২ বার করে সেব্য।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা