প্রতিটি পুরুষের দেহে তার হরমোন এবং অতিরিক্ত শুক্রক্ষয়জনিত কারণে যৌনতা ও উত্তেজনার স্থায়িত্ব কম বা বেশি হয়ে থাকে। সব সময়ই এটিকে একটি রোগ হিসেবে চিহ্নিত করা যায় না। আবার অনেক সময় মানসিক কারণের প্রভাবে তা কম হতে পারে। যৌনলিঙ্গ কারো কারো সামান্য ছোট বা বড় হতে পারে। ছোট হলেই ধ্বজভঙ্গ বা যৌন অক্ষম হয়েছে এমনটি ভাবা ভুল। এ বড় ছোট নির্ভর করে বংশগত প্রভাবে।
অল্প বয়সের অনেক তরুণ হস্তমৈথুন এবং অসৎ সঙ্গ থেকে বিবিধ যৌন রোগের শিকার হয়। আবার পুষ্টিকর খাদ্যের অভাব, হতাশায় ভোগার দরুন লিঙ্গে উত্তেজনা ও উত্থান নিয়মিত হয় না। এরকম অবস্থায় ধ্বজভঙ্গ হয়েছে ভাবাটা খুব স্বাভাবিক। সঠিক চিকিৎসা করলে রোগ সারানো যায়, তবে জন্মগতভাবে অক্ষম হলে রোগ সারানো বেশ কঠিন।
ধ্বজভঙ্গে লক্ষণ:
(ক) জন্মগত (Congenital) লক্ষণ:
১. প্রাপ্ত বয়সের আগমনের প্রায় সাথে সাথেই নারীসুলভ গুণাবলি দেখা যায়।
২. শারীরিক দুর্বলতা ও হীনমন্যতায় ভোগে।
৩. শরীরে বিবিধ হরমোনের অভাব এবং স্নায়ুবিক দুর্বলতা দেখা যায়।
৪. লিঙ্গ ছোট হয় এবং শক্ত হয় না।
৫. বীর্যপাত হয় না, হলেও ১-২ ফোঁটা মাত্র।
৬. যৌন উত্তেজনা থাকে না।
৭. মেয়েদের মত সাজগোজ অঙ্গভঙ্গি এবং মেয়েদের মত কাজ করতে পছন্দ করে।
ধ্বজ-ভঙ্গের লক্ষণ কি | ধ্বজ-ভঙ্গ হলে কি কি সমস্যা হয়
(খ) দৈহিক ও মানসিক (Physical & Mental) লক্ষণ:
১. রোগী নিজে নিজেই কৃত্রিম বীর্যপাতে শরীরের ক্ষতি হওয়ার কারণে নিজেকে অপরাধী মনে করে।
২. হরমোনের অভাবে কম ক্ষরণ হওয়ার জন্য যৌন উত্তেজনা কম হয় এবং রোগী
মানসিক শক্তি হারিয়ে ফেলে।
৩. হস্তমৈথুন, বেশি বীর্যপাত, রাত্রি জাগরণ, নেশা পান এবং বিভিন্ন অনিয়মের জন্য উত্তেজনায় লিঙ্গের উত্থান মজবুত হয় না।
৪. পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরের ক্ষয় পূরণ না হওয়ায় ধীরে ধীরে শারীরিক অক্ষমতা প্রকাশ পায়।
৫. জটিল বা সংক্রামক যৌন রোগে দীর্ঘ সময় ভুগলে।
৬. মনের দুর্বলতায়-ধ্বজভঙ্গ হয়েছে, এমনটি বেশি চিন্তার ফলে ধ্বজভঙ্গ রোগের লক্ষণ প্রকাশ পায়।
৭. জননেন্দ্রিয় এতই দুর্বল হইয়া পড়ে যে শুক্রের ধারণ ক্ষমতা কমিয়া যায়।
৮. বাহ্যে, প্রস্রাবে বসিয়া কোথ দিলে শুক্র বাহির হইয়া পড়ে।
৯. স্ত্রী লোকের সঙ্গে আলিঙ্গন, স্পর্শ, দর্শন কিংবা মনে মনে ভাবিলেও বীর্যপাত হইয়া যায়।
১০. ইহাতে জননেন্দ্রিয় ছোট, ও বক্র হইয়া পড়ে।
১১. হৃৎপন্দন বেড়ে যায়, মাথা ধরা ও ঘোরার ভাব হয়, অকাল বার্ধক্যের লক্ষণ প্রকাশ পায়।
চিকিৎসা : এই রোগ হলে কমপক্ষে ৪০ দিনের কোর্স করতে হয়। আপনার সমস্যাগুলো বিস্তারিত জানাবেন। সমস্যা শুনে আপনাকে প্রয়োজনমতো চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসা নিতে যোগাযোগ করুন। সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও অত্যন্ত বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
সরকারি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক।
গভ. রেজি নং ৩৫৪৬/ এ
হাকীম মো. মিজানুর রহমান
(বিএসএস, ডিইউএমএস)
ইবনে সিনা হেলথ কেয়ার, হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : »(ইমো/হোয়াটস অ্যাপ)
(চিকিৎসক) : 01762240650
মুঠোফোন : 01960288007
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা