

হাকীম মিজানুর রহমান :
ফালেজ বা পক্ষাঘাত হচ্ছে যার মধ্যে দেহের অর্ধাঙ্গ বাম অথবা ডান পাশে দৈর্ঘ্যরে দিকে মাথা হতে পা পর্যন্ত শিথিল হয়ে যায়, অর্থাৎ তার অনুভব ও সঞ্চালন শক্তি অসম্পূর্ণ অথবা রহিত হয়ে যায়, তাই হচ্ছে ফালেজ বা পক্ষাঘাত।
এ রোগ হতে পারে :
(ক) শীতল বায়ুতে থাকার কারণে।
(খ) ঠান্ডা পানি অধিক পরিমাণে পান করার কারণে।
(গ) মৃগী রোগে আক্রান্ত হওয়ার কারণে।
(ঘ) মহিলাদের মধ্যে এখতেনাকুর রেহেম বা অপস্মার এবং প্রসবের পরও এ রোগ হতে পারে।
(ঙ) মস্তিস্ক ও মেরুমজ্জার দুর্বলতার কারণে সৃষ্টি হয়।
(চ) ঠান্ডা লাগার কারণেও এ রোগ হতে পারে।
লক্ষণ সমূহ :
(ক) রোগী সকালে শোয়া থেকে উঠা এবং মাথা ব্যথা করবে।
(খ) ১-২ বার বমি করবে।
(গ) মুখমন্ডলের উপর ফোলাভাব অনুভূত হবে।
(ঘ) মূত্রের বর্ণ সাদা এবং ঘনত্বের দিক থেকে গাঢ় হয়।
(ঙ) রোগীর মুখের স্বাদ বিস্বাদ হবে।
(চ) অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে না।
চিকিৎসাসমূহ : (ক) আরকে গাওজাবান ১৪৪ মিলি লিটার। মধু ২৪ মিলিলিটারের সাথে মিশ্রিত করে সিদ্ধ করে সেব্য। (খ) মুনযেজ নুসখা : বাদিয়ান-৭ গ্রাম। বেখে বাদিয়ান- ৭ গ্রাম। বেখে করফস-৭ গ্রাম। আসনুস সুস-৭ গ্রাম। পরসিয়াওশাঁ-৭ গ্রাম। উসতুখুদূস-৭ গ্রাম আঞ্জীর যরদ-৫টি। তোখমে খেতমী ৭ গ্রাম। গাওজাবান-৫ গ্রাম। উপরোক্ত উপাদানসমূহকে রাতে পানিতে ভিজিয়ে সকালে কচলে ছেঁকে খামীরা বনফশা ৪৮ গ্রাম যোগ করে সেব্য।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
