ছুলি বা আমবাত এক ধরনের চর্মরোগ। ত্বকের বিভিন্ন প্রকার অ্যালার্জির মধ্যে আর্টিকারিয়া বা ছুলি অন্যতম। এটি হলে ত্বকের ওপর ফ্যাকাসে লাল বা বাদামি রঙের ছোট ছোট ফুসকুড়ির মতো ছাপ পড়ে। কখনো কখনো ছুলি হলে জ্বালা বা চুলকানির মতো অনুভূতির সৃষ্টি হতে পারে।
মুখে, কাঁধে, হাতে, পিঠের ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে গিয়ে ছুলি সৃষ্টি হয়। ছুলির আকার কয়েক মিলিমিটার থেকে শুরু করে এক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
এ ধরনের ছুলি কখনো কখনো শরীরের বাইরে না হয়ে শরীরের ভেতরেও হতে পারে, যেমন—আমাদের ঠোঁট ও চোখের ভেতরে। ছুলিতে আক্রান্ত রোগীদের শতকরা ২০ জন জন্মগতভাবে এ সমস্যায় ভুগে থাকে।
ইংরেজিতে ছুলিকে বলে আর্টিকারিয়া (Urticaria)। আর্টিকারিয়া শব্দটি লাতিন শব্দ ‘আর্টিকা’ থেকে এসেছে, যার অর্থ পুড়ে যাওয়া।
স্থায়িত্বভেদে ছুলিকে একিউট আর্টিকারিয়া ও ক্রনিক আর্টিকারিয়া—এই দুই ভাগে ভাগ করা যায়। একিউট আর্টিকারিয়ার ক্ষেত্রে অতি দ্রুত উপসর্গ দেখা যায় আবার দ্রুতই মিলিয়ে যায়। অন্যদিকে ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে ছয় সপ্তাহের বেশি, কারো কারো মাসের পর মাস এই চুলকানি থাকে। ৮০ শতাংশ ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না।
কিছু খাবার, যেমন—গরুর গোশত, চিংড়ি, ইলিশ, পুঁটি, বোয়াল, শোল মাছ, বেগুন, কুমড়া, কচু প্রভৃতি খেলে ছুলির প্রবণতা বাড়ে।
এ ছাড়া কিছু ওষুধ, যেমন—পেনিসিলিন, সালফার গ্রুপের ওষুধ, অ্যাসপিরিন ও অন্যান্য ব্যথানাশক ওষুধ, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, ঘুমের ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রভৃতি সেবনে কারো কারো অ্যালার্জি বাড়িয়ে এ রোগ দেখা দেয়। কারো কারো অতিরিক্ত গরম, সরাসরি সূর্যরশ্মি চামড়ায় পড়লে বা অতিরিক্ত ঠাণ্ডায়ও ছুলি হয়।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যালার্জেন থেকে দূরে থেকে, ওষুধ খেয়ে ও অ্যালার্জি ভ্যাকসিন দিয়ে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এ ছাড়া চিকিৎসকরা কিটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড যুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহারের পরামর্শও দেন।
পাশাপাশি ঘরোয়া কিছু পদ্ধতিও ছুলি নিরাময়ের জন্য বেশ কাজে দেয়। লেবুর রস দিয়ে ছুলির স্থানে ঘষলে দাগ অনেকাংশে কমে।
এ ছাড়া লেবু-চিনির স্ক্রাব, পেঁয়াজ, টমেটোর রস, টক দই, ভেজিটেবল মাস্ক প্রভৃতি ব্যবহার করেও ছুলি থেকে মুক্তি পাওয়া যায়।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01960288007
(সকাল দশটা থেকে রাত্র দশটা। নামাজের সময় কল দিবেন না।)
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়