বাংলাদেশের অনেক জায়গায় এই গাছটি পাওয়া যায়। তবে এর উপকারিতা আমাদের অনেকে জানি না। ক্ষেত পাপড়া একটি ভেষজ উদ্ভিদ। এটি জলাসিক্ত ভূমিতে এই গাছ জন্মায়।
বর্ষাশেষে অঙ্কুরিত হয়ে শরৎকালে বেড়ে ওঠে। কড়া রোদে শুকিয়ে যায়। গ্রীষ্মকাল থেকে শুরু হয়ে বর্ষাকাল পর্য্ন্ত এটি কাঁচা পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতের কিছু কিছু জায়গায় এই গাছ জন্মে। এই গাছের সব কান্ড ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
ক্ষেত পাপড়ার উপকারিতা :
চর্মরোগ :
রক্তজনিত যে কোন চর্মরোগ ভালো হয়। রক্ত দূষণ হলে ক্ষেত পাপড়া পানিতে ফুটিয়ে সেই পানি সেবন করতে হবে। তাহলে এটি ভালো হবে।
বমি ভালো হয় :
প্রথমে ক্ষেত পাপড়ার ক্বাথ বের করতে হবে। এবার ক্বাথ এর সাথে মধু সহ খেলে বমি ভালো হয়ে যায়।
অতিসার রোগে :
মুথা ও ক্ষেত পাপড়ার ক্বাথ খেলে অতিসার রোগে ভালো ফল পাওয়া যায়।
জ্বর হলে :
কাঁচা ক্ষেত পাপড়া শাকের মতো রান্না করে খেলে যে কোন জ্বরে উপকার পাওয়া যায়।
ইউনানী মতে, ক্ষেতপাপড়া (শাহতারা) পাকস্থলী, প্লীহা ও যকৃতের আবদ্ধ দূষিত রস নির্গত করে এবং শক্তিদান করে। রক্ত পরিষ্কারক এবং সওদা ও পিত্তের জন্য মুছহেলকারক। পিত্তজনিত পুরাতন জ¦র, কামলা, খুজলি ও পাচড়ারোগে উপকারী। কোষ্ঠকাঠিন্য ও মূত্রকৃচ্ছতা দূর করে এবং হাতপা জ্বালাপোড়া নাশ করে। ভীমরুল দংশনে পাতার প্রলেপ উপকারী। স্নায়ুবিক রোগে কাজ করে। তেঁতুলের সাথে ব্যবহারে খোসপাচড়ায় উপকারী এবং পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে ও যকৃতের প্রতিবন্ধকতা দূর করে।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা