পায়ের পাতায় মারাত্মক ২ রোগের লক্ষ্মণ 

যে কোনো রোগ বাসা বাঁধলে, তার বিভিন্ন উপসর্গ ফুটে ওঠে শরীরের বিভিন্ন স্থানে। অনেকেই বিভিন্ন উপসর্গ সাধারণ ভেবে অবহেলা করেন। ফলে রোগ আরও গুরুতর রূপ নেয়।

ঠিক তেমনই ডায়াবেটিস ও মেলানোমার মতো বিপজ্জনক ২ রোগের উপসর্গ অনেক সময় প্রকাশ পায় পায়ের পাতায়। অথচ তা জানা নেই বলে অনেকেই লক্ষণগুলো উপেক্ষা করেন।

চলুন তবে জেনে নেওয়া যাক ডায়াবেটিস ও মেলানোমা রোগের কোন কোন লক্ষণ দেখা যায় পায়ের পাতায়-

>> পায়ের পাতা বিনা কারণে মসৃণ ও চকচকে হয়ে যাওয়া
>> পা ও পায়ের পাতার লোম উঠে যাওয়া
>> পা ফোলা
>> পায়ের ঘা ও ক্ষত না শুকানো
>> পা অসাড় হয়ে আসা
>> হাঁটা চলা করা কিংবা বসে থাকাকালীন পায়ের পেশিতে টান লাগা ও
>> পায়ে ঘাম না হওয়া

অন্যদিকে মেলানোমা সবচেয়ে বিপজ্জনক ত্বকের ক্যানসারগুলোর মধ্যে অন্যতম। এই রোগের অন্যতম প্রধান উপসর্গ হলো কোনো একটি তিলের আকস্মিক রূপবদল।

পায়ের মেলানোমা সাধারণত নখ ও পায়ের পাতার তলায় দেখা যায়। তবে যে কোনো স্থানেই এ রোগের লক্ষণ ফুটে উঠতে পারে।

তবে পায়ের নখের তলায় ক্ষত তৈরি হওয়া ও পায়ের নখ লম্বালম্বি ভেঙে যাওয়া এই রোগের অন্যতম লক্ষণ হতে পারে।

আবার অনেক সময় পায়ের পাতা কুঁকড়ে যেতে পারে। এসব উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : (চিকিৎসক) 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

শেয়ার করুন: