পোড়া দাগ দূর করতে কী করনীয়?

• মেথি খুব সহজে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।

• একটি কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে ২ চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন।

• সকালে জল ছেঁকে নিয়ে মেথি বেটে পেস্ট মত বানান।

• এবার পুড়ে যাওয়া অংশে তা লাগিয়ে রাখুন ৩০ মিনিট।

• ঠাণ্ডা জল দিয়ে ৩০ মিনিট পর পোড়া জায়গাটি ধুয়ে নিন।

• দিনে দুবার করে ব্যবহার করুন এক সপ্তাহ। দাগ ভ্যানিশ হয়ে যাবে।

দাগের যম নম্বর ২ (ভিনেগার)

• ভিনেগার এন্টিসেপটিক আর এসট্রিজেন্টের কাজ করে।

• তাই পোড়া অংশে অল্প ভিনেগার নিয়ে তাতে দুফোটা জল মিশিয়ে নিন।

• তুলোর সাহায্যে পোড়া অংশে লাগান দিনে দুবার করে।

• দেখবেন জ্বালা কমছে ও কয়েকদিনের মধ্যে পোড়ার কালো দাগও দূর হয়ে গিয়েছে।

দাগের যম নম্বর ৩ ( অ্যালোভেরা)

• পুড়ে যাওয়া স্থানের ব্যথা আর সংকোচন সহজেই দূর করে অ্যালোভেরা।

• অ্যালোভেরা বা ঘৃতকুমারীর জেল জ্বলে যাওয়া স্থানে লাগিয়ে রেখে দিন সারারাত।

• সকালে উঠে ধুয়ে নিন। রোজ একবার করে দেখুন এক সপ্তাহে ভালো রেজাল্ট নিজেই দেখতে পাবেন।

দাগের যম নম্বর ( আলু)

• দেহের কোন স্থান পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাথা থেকে মুক্তি দেবে আলু।

• আলু ধুয়ে নিয়ে পাতলা করে গোলআকারে কেটে নিন।

• পুড়ে যাওয়া স্থানে লাগিয়ে রাখুন দেখবেন ব্যাথা কমে যাচ্ছে আস্তে আস্তে।

• ঘরোয়া এই উপায় গুলো ব্যবহার করুন ছোট খাটো জ্বালার থেকে বাঁচতে। তবে যদি কখন বেশি অংশ পুড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ট্রিটমেন্ট করাবেন।

ঠোঁটের চারপাশে কালো দাগ কেন হয়? এটা দূর করার কোনো উপায় আছে কি?

স্পেসিফিক কোন যায়গায় মেলানিন এর আধিক্য। ঠোঁট নয় ত্বকের বিভিন্ন অংশেও হয়ে থাকে। মেলানিন বাড়ে মূলত সূর্যের অতিবেগুনী রশ্মি,মেলাসমা নামক হরমোনের জন্য।

হোম রেমিডি আছে,হলুদ+আটা+দই মিশিয়ে পেস্ট করে ঠোঁট এর চারপাশে লাগাতে পারেন।

তাছাড়াও আলুর স্লাইস,এলোভেরা,লেবুর রস ও এর জন্য উপকারী।

সানস্ক্রিন ইউজ করবেন,ফেইস স্ক্রাব করবেন এতে করে ডেড সেলস রিমুভ হবে কালো দাগ ও কমবে।ডিরেক্ট সান লাইটে থাকবেন না সানগ্লাস/হ্যাট ব্যাবহার করুন।

খুব বেশি সমস্যা হলে ডার্মাটলজিস্টের শরণাপন্ন হোন

কিভাবে গলার দাগ দূর করব?
ঘাড় ও গলায় ত্বক উজ্জ্বল করতে ও ময়লা দূর করতে ব্যবহার করুন মধু। পরিমাণ মত মধু নিয়ে ত্বকে ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল নিয়ে গলায় ও ঘাড়ে ম্যাসেজ করুন, প্রতিদিনের ব্যবহারে দেখবেন ঘাড় ও গলায় ত্বক উজ্জ্বল হবে

মুখে ফোঁড়া হয়েছিল, সেরে গেছে। কিন্তু গর্তের মতো দাগ রয়েছে। কিভাবে দূর করতে পারব?
এটার জন্য সবচেয়ে ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থা নিলে। কারন ইন্টারনেটে অনেক টিপস থাকে, সেগুলো ব্যবহার করে চেহারার গর্ত তেমন একটা পূরণ হয় না। অনেক সময় এটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। তাই কয়েক মাস অপেক্ষা করে দেখুন, তারপর ব্যবস্থা নিন। আর যদি ইন্টারনেটে প্রাকৃতিক কোন উপায় পান তাহলে সেই উপায়ে কাজ করতে পারেন।

ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন
অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন
টমেটো ব্যবহার করতে পারেন
মধু ব্যবহার করতে পারেন

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : (চিকিৎসক) 01762-240650

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

শেয়ার করুন: