স্ত্রী সারাক্ষণ সন্দেহ করলে যা করবেন

স্বামীকে সারাক্ষণ সন্দেহ করা কি কোনো কাজের কথা? একদমই নয়। স্ত্রী মানে তো আস্থা আর ভালোবাসার স্থান। তার কাছে যদি সারাক্ষণ ভীত হয়ে থাকতে হয়, না চাইতেও লুকাতে হয় অনেককিছু, তবে সেই সম্পর্কের ভবিষ্যৎ কী?

অকারণ সন্দেহ দুর্বিষহ করে দিতে পারে দুজনের জীবনই। এদিকে সন্দেহ করে বলেই একটি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাও কাজের কথা নয়।

হয়তো আর কোথাও কোনো সমস্যা নেই। আপনি স্ত্রীকে ভালোবাসেন, তার খেয়াল রাখেন। কিন্তু সবকিছুর পরও সে আপনাকে সহজে বিশ্বাস করতে চায় না। এই সমস্যার প্রভাব পড়ে দাম্পত্য জীবনে। জীবনকে সঠিকভাবে গুছিয়ে রাখতে চাইলে সন্দেহমুক্ত থাকতে হবে দুজনকেই। আপনার স্ত্রী যদি অকারণেই আপনাকে সন্দেহ করতে থাকে তবে এভাবে সামলে নিতে পারেন-

তার আস্থা জয় করুন

যেহেতু দুজনেই নতুন একটি জীবনে প্রবেশ করেছেন তাই পরস্পরের আস্থা ও বিশ্বাস জয় করা জরুরি। এটি কেউ একদিনে অর্জন করতে পারে না। এক্ষেত্রে আপনার প্রচেষ্টা, পরিশ্রম, আন্তরিকতা সবই থাকতে হবে। সব সময় সৎ থাকুন। চেষ্টা করুন নির্ভরশীল একজন হতে।

খেয়াল রাখুন তার ছোট ছোট বিষয়ে। কথা দিলে তা রাখার চেষ্টা করুন। না রাখতে পারলে কেন পারেননি, সেটিও সুন্দর করে বুঝিয়ে বলুন। বিশ্বাসী হয়ে ওঠা কঠিন কিছু নয়। তার ভরসার জায়গা হয়ে উঠুন। সন্দেহ থাকলেও তা দূর হয়ে যাবে।

ধৈর্যের বিকল্প নেই

স্ত্রী যদি অকারণে সন্দেহ করতে থাকেন, এটি কারও জন্যই খুশির বিষয় নয়। এক্ষেত্রে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। একটা সময় গিয়ে আর ধৈর্য ধরে রাখা সম্ভব নাও হতে পারে। হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে পারে। আপনি যদি রেগে গিয়ে তাকে বকাঝকা করেন, তখন সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। চেষ্টা করুন ধৈর্যের সীমা বাড়াতে। কোনোভাবেই ধৈর্যহারা হওয়া চলবে না।

আরও ভালোবাসুন

কেউ আপনাকে একবারে শুরুর দিন থেকেই সন্দেহ করবে না নিশ্চয়ই! হয়তো আপনারই ছোটখাটো কিছু উদাসীনতা তাকে এভাবে ভাবতে শিখিয়েছে! আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ আর অবিশ্বাস করতে থাকেন তবে হতে পারে তার পেছনে কোনো কারণ রয়েছে।

সেটি জানার চেষ্টা করুন। হয়তো কোনো কারণে সে আপনাকে আর বিশ্বাস করতে পারছে না। হয়তো তার মনে এক ধরনের ভয় সৃষ্টি হয়েছে। সেগুলো ‌দূর করার চেষ্টা করতে হবে আপনাকেই। তাকে আরও বেশি ভালোবাসুন। ভালোবাসাই পারে সঙ্গীর বিশ্বাস জিতে নিতে।

অত্যাচার সহ্য করবেন না

আপনি কিছু করেননি কিন্তু আপনার স্ত্রী সন্দেহ করেই যাচ্ছে এরকমটা হলে সতর্ক হোন। হয়তো সে আপনার বন্ধু কিংবা টাকা পয়সা নিয়ে সন্দেহ করছে। এদিকে আপনি বারবার বুঝিয়ে বলার পরেও সে বুঝতে চাইছে না।

একটা সময় আপনার ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করবে। অপমান, অত্যাচার সহ্য করবেন না। তাকে শান্তভাবে বুঝিয়ে বলুন, নিজের অবস্থান পরিষ্কার করুন। এরপরও এভাবে চলতে থাকলে উপযুক্ত পদক্ষেপ নিন। নিজেকে অত্যাচারিত হতে দেবেন না।

বিশেষজ্ঞের পরামর্শ নিন

সব বিষয়ে আমরা সমানভাবে জানি না। এমন অনেক বিষয় আছে যা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেনে চললে সমাধান পাওয়া সহজ হবে। কী করলে স্ত্রীর বিশ্বাসযোগ্য হওয়া যাবে, সেও আর সন্দেহ করবে না এসব বোঝার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

একজন কাপল থেরাপিস্টের কাছে যেতে পারেন দুজনই। তিনি আপনাদের একটি সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম ডা. মিজানুর রহমান

(বিএসএস, ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।

ইবনে সিনা হেলথ কেয়ার

একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

চিকিৎসকের মুঠোফোন : 

01762240650

( ইমো, হোয়াটস অ্যাপ)

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

শেয়ার করুন: